আজ শুক্রবার পয়লা বৈশাখ। অনলাইনের মাধ্যমে সারা দেশে ভূমি উন্নয়ন কর পরিশোধ ব্যবস্থা শুরু হয়েছে। এখন থেকে কর দেওয়ার পর অনলাইন থেকে কিউআর কোডযুক্ত দাখিলা (রসিদ) সংগ্রহ করতে পারবেন করদাতারা। এর মাধ্যমে নগদ টাকা ছাড়া (ক্যাশলেস) ই-নামজারির মতো সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন করের ব্যবস্থা চালু হলো। এ বিষয়ে
এত দিন খাজনা বা ভূমি উন্নয়ন কর নগদের পাশাপাশি অনলাইনে পরিশোধ করা যেত। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে ‘ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা’ চালুর করছে সরকার। ফলে নগদে খাজনা পরিশোধের সুযোগ আর থাকছে না। অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক হচ্ছে। ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যেম খাজনা পরিশোধ করতে হবে।